22 Magh 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / সিরাজগঞ্জে মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে মাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

নিউজ ব্যাংক ২৪. নেট : সিরাজগঞ্জে মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক আবুল বাশার মিঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার মৃত তোজাম্মেল হকের ছেলে এবং কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা (জেবা রহমান) এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে নিয়ন তার মা রশিদা খানমকে (৬৫) ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যায়। পরে নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানায় একটি মামলা করে। পরে ২০২১ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকার গাজীপুর থেকে নিয়নকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর নিয়ন তার মাকে হত্যার দায় স্বীকার করে। দীর্ঘ স্বাক্ষী প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে রবিবার আদালত এই রায় ঘোষণা করেন।

আরও পড়ুন...

মেট্রোরেলে কী নিতে পারবেন, কী পারবেন না?

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানীবাসীর চলাচলের অন্যতম প্রধান গণপরিবহন মেট্রোরেল। দ্রুত ও আরামদায়ক যাতায়াতে …