7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সিপিবির না’গঞ্জ সাংস্কৃতিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা শীর্ষক আলোচনা সভা

সিপিবির না’গঞ্জ সাংস্কৃতিক শাখার উদ্যোগে সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা শীর্ষক আলোচনা সভা

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ সাংস্কৃতিক শাখার উদ্যোগে গত শুক্রবার ২৬ মে বিকাল ৫ টায় জেলা কার্যালয়ে সাংস্কৃতিক আন্দোলনে শ্রেণি চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন সিপিবি সাংস্কৃতিক শাখার সম্পাদক কমরেড সুজয় রায় চৌধুরী বিকু ও সঞ্চালক ছিলেন কমরেড শুভ বনিক।

আলোচনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মন্টু ঘোষ, কমরেড হাফিজুল ইসলাম, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন, সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, উদীচী মুন্সীগঞ্জ জেলা সভাপতি শ,ম, কামাল হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাঈন উদ্দিন মানিক প্রমুখ।

বক্তারা তাঁদের আলোচনায় বলেন, এতদিন আমরা প্রগতিশীল সংস্কৃতি কর্মীদের মধ্যে জাতীয়তাবাদী ধারার প্রাধান্য দেখে এসেছি। এখন পৃথিবীর কোথাও প্রগতিশীল জাতীয়তাবাদের কোন অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। পুঁজিবাদের প্রগতিশীল চরিত্র হারিয়ে ফেলেছে। বিশ্বায়নের যুগে এসে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ এবং সকল শাসক শ্রেণি গণতন্ত্র, সংস্কৃতি ও মানবাধিকারের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ শুরু করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতির ওপর রীতিমতো আগ্রাসন শুরু করে দিয়েছে। গোটা দুনিয়া জুড়ে এক মধ্যযুগীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়ার আয়োজন চলছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা গণতন্ত্রকে কবর দিয়ে এক অন্ধকার পথে যাত্রা শুরু করেছে। এটা ধ্বংস হয়ে যাবার পর। এর বিরুদ্ধে সকল সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। আজকের যুগে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে একাত্ম হওয়া ছাড়া, প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার সংগ্রাম ছাড়া, শোষণ বঞ্চনা ও গণহত্যার প্রতিবাদ ছাড়া সাংস্কৃতিক আন্দোলনের অন্য কোন পথ নেই। তাই আজ সাংস্কৃতিক আন্দোলনকে শ্রমিক শ্রেণি ও শ্রমজীবী মানুষের শ্রেণি চেতনায় উদ্বুদ্ধ করে অগ্রসর হতে হবে। মানব মুক্তির পথ হবে আমাদের পথ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …