22 Chaitro 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / সিদ্ধিরগঞ্জে ২টি মুসলিম বিহারী পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করে মসজিদ নির্মাণের পায়তারা – থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ২টি মুসলিম বিহারী পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করে মসজিদ নির্মাণের পায়তারা – থানায় অভিযোগ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক-৬ নং ওয়ার্ডস্থ বিহারী ক্যাম্পে কথিত বিহারীদের চেয়ারম্যান লিয়াকত হোসেন ও তার সন্ত্রাসী বাহিনীরা অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে অভিযোগ উঠেছে।
জানাযায়, নারায়নগঞ্জ আদমজীনগরে বসবাসরত ২৪ শত ৫০টি বিহারী পরিবারের উপর জুলুম-নিপীড়ন চলছে দিনের পর দিন। বিহারী অত্যাচারের স্ট্রীম রোলার চালিয়ে যাচ্ছেন,, ক্যাম্পের কথিত চেয়ারম্যান লিয়াকত হোসেন ও তার সহযোগী সন্ত্রাসী ইমরান তাহিরসহ একদল সন্ত্রাসী।
বিহারী মাহমুদ আলী “সাংবাদিকদের “জানায়,আমরা ১৯৪৭ সালে ভারত থেকে ঠাকুরগাঁও চলে যাই।সেখান থেকে কাজের তাগীদে আমরা নারায়নগঞ্জের আদমজীনগর চলে আসি। দেশ স্বাধীন হওয়ার পর আমরা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহন করি।এবং আমরা এদেশের স্হায়ী বাসিন্দা হিসেবে বসবাস করি। বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক সুযোগ- সুবিধা দিলেও আমরা আজও পর্যন্ত সঠিক সুবিধা পাইনি। বিভিন্নভাবে আমাদের উপর জুলুম- নির্যাতনের চাকা ঘুরছেই।

তিনি সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে আরো জানায়,,,ভাই আমরা এমন এক অত্যাচারের মধ্য দিন যাপন করছি, যা বলার ভাষা আমার নেই। আমাদের বিহারীদদের উপর বেশি অত্যাচার চলছে, ১৯৭১ সালে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে গঠিত ক্যাম্প চেয়ারম্যান লিয়াকত হোসেনের নির্দেশে। সেই সময়ের কমিটি ভেঙে দেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক। কিস্তু সেই চেয়ারম্যান অবস্থান ধরে রেখেই,,আমাদের উপর তার প্রভাব খাটিয়ে চালাচ্ছে বিভিন্ন জুলুম- নির্যাতন। উল্লেখ করা যাক,, অভিযুক্ত চেয়ারম্যানের কিছু জুলুমের কথা,,,, বিহারী মাহমুদ আলী জানান,,সরকার আমাদের জন্য বিদ্যুৎ বিল ফ্রি- করে দিয়েছে। কিন্তু তার নির্দেশে আট দশ জন বিহারি মিলে আমাদের ঘর প্রতি বিদ্যুৎ বিলের কথা বলে চাদা আদায় করে যাচ্ছে, না দিলে আমাদের বিদ্যুৎএর লাইন কেটে দিবে বলে হুমকি দেয়।

মাহমুদ আলী আরো বলেন, আমরা এমন কষ্টে আছি,, আমাদের অবস্থা রোহিংঙ্গাদের চেয়েও ভয়ানক। রোহিংঙ্গারা তো তিন বেলা পেট পুরে খাইতে পারে। কিন্তু আমাদের দু বেলাই খেতে হিমসিম খেতে হচ্ছে । দিন কামাই করে চলি। তারা আমাদের উপর এ অমানবিক নির্যাতন চালায়। সুমিল পাড়া বিহারী ক্যাম্পে কখিত চেয়ারম্যান লিয়াকত এর ক্ষমতার প্রভাব খাটিয়ে তার সহযোগী তারেক, আমাদের এখানের ঘর দখলের পায়তাড়া ও আমাদেরকে বলে তোমরা এখন ঘর থেকে বের হয়ে যাও। তোমরা এখানে আর থাকতে পারবে না। এমন অনেক কথা।
বিহারী মাহমুদ আলী আরো জানান, ২০১৭ সালে আমরা ” বিহারী কলোনী আরবান” নামে একটি স্কুলের অনুমোদনপত্র পাই।কিন্তু আমাদের ক্যাম্পের এখানে আজও পর্যন্ত কোনো স্কুল গড়ে ওঠে নি।সেই স্কুল কোথায়? আজ ও আমাদের অজানা। আমাদের ক্যাম্পের ছেলেদের কোথায় পড়াবো।স্বুলের ব্যবস্থা নেই।
বিহারী আফসানা (৩০) নামে এক মহিলা জানান, আমাদের প্রতি অনেক জুলুম নির্যাতন চালায় কথিত চেয়ারম্যান লিয়াকত হোসেন সহ তার দলবল। আমরা ২৪৫০ ফ্যামিলি সব সময় আতঙ্কে থাকি কে কখন কোন ক্ষতি করে বসে। আমার একজন মেয়ে দূরবর্তী এক হাই স্কুলে পড়ে। আমি সবসময় আতঙ্ক বোধ করি। আমার ছেলেকে বাড়িতে রাখি। মোট কথা আমাদেরকে যে যেভাবে পারে জুলুম- নির্যাতন করে আসছে। অন্যদিকে অভাব অনটন তো আছেই, আমরা দিন এনে দিন খাই। বিহারী ভুক্তভোগী নাসিম ও শাহিদার ঘর নিয়ে ও চলছে আরেক তালবাহানা। বিহারী মহল্লার মসজিদের কমিটি জোড় করে গঠন করেন অন্য মহল্লার প্রভাবশালী তারেক। তিনি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তার এ কমিটি মানছেন না বিহারী মহল্লাবাসী।কারন,,তারেক কথায় কথায় মানুষকে গালমন্দ করে।এবং সে এই মহল্লা মসজিদের আওতাভুক্ত না। পরবর্তীতে তিনি মসজিদের জায়গা বলে জোড় করে অন্য ঘর উঠিয়ে দিয়ে নিজে ঘর উঠিয়ে ভাড়া দেয়। এবং জমি বিক্রি করে। এমনই একাধিক ভুক্তভোগী নাসিম ও শাহিদা। তাদের দীর্ঘ দিনের বসবাসের জমিকে তারেক মসজিদের জমি বলে দাবি করে। এবং তাদেরকে ঘর থেকে বের হবার জন্য নোটিশ পাঠায় নাসিম ও শাহিদার কাছে।
এ বিষয়ে ভুক্তভোগী নাসিম ও শাহিদার পক্ষে বাংলা প্রজন্ম সমাজ কল্যান সংসদ এর সভাপতি মাহমুদ আলী, নারায়নগঞ্জ জেলা প্রশাসক, সিটি করপোরেশন ও সিদ্ধিরগঞ্জ থানা বরাবর আবেদন পাঠান। তাছাড়া এ বিষয়ে গত ১৬ই জুন সিদ্ধিরগঞ্জ মডেল থানায় ভূক্তভোগী নাসিম ও সাহিদা এবং মাহমুদ আলী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ নং- ২১৭৬ রজু করেন। সকল বিহারিদের দাবি তাদের উপর এ জুলুম- নির্যাতন যেন বন্ধ হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের কে এই সমস্ত শোষনের হাত থেকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হোক।
এ বিষয়ে লিয়াকত হোসেনের মুঠো ফোনে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …