নিউজ ব্যাংক ২৪ ডট নেট : সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ডস্থ মুক্তিযোদ্ধা মৎস খামার দখলে নিতে মুক্তিযোদ্ধার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় ভুক্তভুগী মুক্তিযোদ্ধা গোলজার হোসেন ১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো- মোঃ আরমান, তুহিন, মোঃ বাবুল, মোঃ টিটু, মোঃ রাকিবুর রহমান (সাগর), আজিজুল হক মাতবর, রাসেল, মোঃ রনি, মোঃ মাসুম, মোঃ রিয়াদ, আনোয়ার হোসেন মন্ডল, মোঃ জনি, মোঃ মোবারক, মোঃ খোকা ও মোঃ জুয়েল। অভিযোগে ভুক্তভুগী মুক্তিযোদ্ধা উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী মুক্তিযোদ্ধা মসজিদের পাশে সরকারী মুক্তিযোদ্ধা খামার যা আমি সহ কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে লিজ নিয়ে পরিচালনা করে আসছি।
বর্ণিত বিবাদীগণ সহ আরো ১৫/২০ জন গত ১১ অক্টোবর সাড়ে দুপুর ১২টায় বে-আইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে খামারে এসে জমিটি তাদের দাবি করে বাঁশে খুঁটি দিয়ে বেড়া দিতে থাকে। আমি সহ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, আব্দুস সালাম এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তান শাহাব উদ্দিন প্রধান তাদের কাজে বাধা প্রদান করলে তারা আমাদের উপর হামলা করে। এতে আমরা সকলেই গুরুতর জখম হই। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ জানান, উক্ত ঘটনা মামলা নেওয়া হয়েছে। তুহিন নামে মামলার এক আসামীকে মঙ্গলবার গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।