7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সিদ্ধিরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের বর্ণাঢ্য র‌্যালী

সিদ্ধিরগঞ্জে মহান মে দিবস উপলক্ষে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের বর্ণাঢ্য র‌্যালী

নিউজ ব্যাংক ২৪. নেট :  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের বর্ণাঢ্য
র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ মে বিকেলে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এমএস টাওয়ারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে এসে শেষ হয়।

আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ ব্যাপারীর সভাপতিত্বে উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাপদক হাজী ইয়াছিন মিয়া, আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি হারুন-অর- রশীদ ভূইয়া, আবুল কালাম, মোহাম্মদ ইউনুছ, শহীদ পারভেজ, আদমজী-আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব কবির হোসেন, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, রেজাউল করিম, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এসএম মাসুদ রানা, ১নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি আব্দুল বারেক, ২নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি কামরুল ইসলাম, ৩নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি সেলিম খাঁন, ৪নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান টিটু, ৫নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি আলম চাঁন, ৬নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মোতালিব, ৭নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি ওমর ফারুক, ৮নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি মহিউদ্দিন, ৯নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক, ১০নং ওর্য়াড শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্য আব্দুল মতিন মাষ্টার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রেখেছে। আমাদের দেশেকে ডিজিটাল বাংলাদেশে পরিনত করেছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ নানান উন্নয়ন কাজের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমরা বাংলাদেশকে তুলনা করতে পারি।

তিনি আরও বলেন, মালিকপক্ষ কখনো শ্রমিকদের বন্ধু হন না। তারা সবসময়ই চায় শ্রমিকদের শোষণ করতে। শ্রমিকরা নির্যাতিত হয় তার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত শোষক আর শুষিত। আমি শুষিতদের পক্ষে। তাই আমরা বঙ্গবন্ধুর অনুসারী আমরাও শুষিতদের পক্ষে কাজ করে যাবো। যারা শ্রমিক লীগ করে তারা শ্রমিক লীগের আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের সংগঠিত করে যাবে।

মতিন মাষ্টার বলেন, ১৯৮৯ সালে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিক লীগ প্রতিষ্ঠিত করেছিলাম। তখন এখানে কেউ শ্রকিক লীগ করতেন না। আমি তখন ডেমরা শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিলাম। তারপর আমি ডেমরা থেকে আলাদা করে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাই। তখন আমি সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক
হিসেবে ছিলাম। আমরা ভাবি এখন পর্যন্ত শ্রমিকদের আশ্রয়স্থান হিসেবে শ্রমিকরা শ্রমিক লীগ নেতাকর্মীকে পান।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …