নিউজ ব্যাংক ২৪ ডট নেট : সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মটরযান, নির্মাণ ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২১ এপ্রিল দিনব্যাপী কাউন্সিলরের কার্যালয় এবং পিকাপ বোঝাই করে বিভিন্ন এলাকার রাস্তায় গিয়ে ৪’শ ব্যক্তিকে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
হাজী ওমর ফারুক বলেন, বাংলাদেশে আজ করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে। এতে নিন্ম আয়ের গরীব মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান তহবিলের খাদ্য সামগ্রী মটরযান, নির্মাণ ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের প্রদান করা হয়েছে। অসহায় ও দুস্থ মানুষের সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবেন বলে জানিয়েছেন তিনি।