7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বিদ্যুতের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে আহবান জানিয়ে পরবর্তী কর্মসূচির জন্য অফিসের কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুুত থাকতে বলেছেন।

বৃহস্পতিবার ৮ জুন দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে স্মারকলিপি প্রদানের কালে একথা বলেন তিনি।

জেলা বিএনপির প্রতিনিধি দলের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি এনওসিএস এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী।

স্মারকলিপি প্রদানের সময় খোকন বলেন, দেশের যে পরিস্থিতি বর্তমানে গোসল করার পানি নেই, মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চাদের পরীক্ষা পড়তে পারছেনা এই বিদ্যুতের জন্য। আমরা জনগণ আমরা তো বিদ্যুতের বিল বাকি রাখিনা। তাই অতিদ্রুত এ সমস্যা যেন সমাধান হয়। আর এ সমস্যা সমাধান না হলে সারা বাংলাদেশে বিএনপি বিদ্যুৎ অফিসে পরবর্তী যে কর্মসূচি দিবে, জনগনের যে কর্মসূচি আসবে সেটার জন্য আপনারা প্রস্তুুত হয়ে যান।

ডিপিডিসি এনওসিএস এর নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, আমাদের কেন্দ্রীয় ভাবে এ ব্যাপারে বলা হয়েছে, হচ্ছে। লোকাল অফিস থেকে এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

এর আগে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। এতে গোলাম ফারুক খোকনের নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নিয়ে নেতাকর্মীরা বক্তব্যে বিদ্যুতের লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা বিষয় তুলে
ধরে সরকারের সমালোচনা করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, জুয়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর রেমাহাম্মদ ইকবাল হোসেন, সহ-সভাপতি এসএম আসলাম, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন,
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব এড. বারী ভূইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব কায়সার রিফাত ও জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া প্রমূখ।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …