নিউজ ব্যাংক ২৪ ডট নেট : অনুমতি ছাড়া সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নব নির্মিত রাস্তা কেটে পানির পাম্প স্থাপন করছে একটি বাড়ির মালিক। নাসিক ৩নং ওয়ার্ডস্থ পূর্ব সানাড়পাড় এলাকায় (২নং রোড, বি-ব্লক, হোল্ডিং নং-৬৪) ‘জাহানারা মঞ্জিলের’ সামনে সরেজমিনে গিয়ে চলমান অবস্থায় রাস্তা কেটে পাম্প স্থাপনের কাজ করতে দেখা গেছে। তবে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাড়িটির মালিকপক্ষ।
ঐ বাড়ির প্রযত্নে থাকা আবুল হোসেন সরকারের ছেলে আনিছুজ্জামান জানান, আমরা স্থানীয় কাউন্সিলরকে জানিয়ে পাম্প নির্মাণের কাজ শুরু করেছি। সিটি কর্পোরেশন বরাবর অনুমতি চেয়ে ই-মেইল করা হয়েছে বলেও জানান তিনি। তবে দেখতে চাইলে এমন কোন ডকুমেন্টই দেখাতে পারেননি তিনি।
এদিকে রাস্তাটি নিমাণকারী ঠিকাদার মোঃ বাদল জানান, মাত্র ১২ দিন পূর্বে রাস্তাটির ঢালাই করা হয়েছে। এ বিষয়ে তিনি সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করবেন বলে উল্লেখ করেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী সুমন দেবনাথ বলেন, রাস্তা কাটার অনুমতি চেয়ে কেউ আমাদের নিকট আবেদন করেনি। অফিস চালু হলে আমরা অবশ্যই এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।