16 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ জন সবজি বিক্রেতার নিহত

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ জন সবজি বিক্রেতার নিহত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ভোর ৫ টায় মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি মিজমিজি তালতলা ক্লাব সংলগ্ন মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, হত্যার শিকার হওয়া আক্কাস সিকদার পেশায় একজন সবজি বিক্রতা ছিলেন। তিনি ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতো। প্রতিদনের মতো আজও পন্য ক্রয়ের জন্য বের হলে একদল ছিনতাইকারী তার পথ আটকে চাকু দিয়ে ষ্টেপ করে এতে গুরুতর আহত হন তিনি। পরবর্তী তার স্বজনরা দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন-৩ জানান, নিহত ব্যক্তি সবজি ক্রয়ের জন্যে যাত্রাবাড়ী উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ একদল ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাতে করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং উক্ত ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …