নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর আলী হোসেন আলার সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখলের চেষ্টার হামলায় ১০জন আহত হয়েছে।
হামলার নেতৃত্ব দেন নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা নিজেই।
রবিবার ২০ সেপ্টেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায় থানা ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগরের জমিতে দখল নিতে গেলে এ ঘটনা ঘটে।
নাসিক কাউন্সিলর আলী হোসেন আলা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এবং এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। ১৯ শতাংশ এ জমিটি নিয়ে আদালতে মামলা চলাকালীন থাকলেও সে এটি রুহুল আমিন ও রমজান নামে দুজনের কাছে বায়না করে। মামলা চলাকালীন অবস্থায় দুপুরে সে জমিতে বালু ভরাট করে দখলে নিতে যায়। পরে জমির মালিক সাগর গংরা বাধা দিতে গেলে কাউন্সিলর আলী হোসেন আলার নেতৃত্বে সন্ত্রাসী সবুর, জাহাঙ্গীর, শাহজাহান, গোলাম মোস্তফা, হারুনসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলায় অংশ নেন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগর, মানিক, কামাল হোসেন, মানিক মিয়াসহ ১০ জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। উল্লেখিত জমি উপর ২০১১ইং সাল থেকেই স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে আদালত।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগর জানান, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা জারি থাকার পরও ক্ষমতার দাপট দেখিয়ে নাসিক কাউন্সিলর আলী হোসেন আলা রুহুল আমিন ও রমজান নামে দুজনের কাছে বায়না করে আজ জমি দখল করতে যায়। এসময় আমরা জমি দখলে বাধা দিতে গেলে আলী হোসেন আলার নেতৃত্বে সন্ত্রাসী সবুর, জাহাঙ্গীর, শাহজাহান, গোলাম মোস্তফা, হারুনসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমিসহ আমাদের ১০ জন লোক আহত করে।
কাউন্সিলর আলী হোসেন আলা জানান, আমি এলাকায় দীর্ঘদিন ধরেই ল্যান্ডের ব্যবসা করি। কিছু দিন পূর্বে ঐ জমির পাশে আমি আরো ৭ বিঘা জমি ক্রয় করেছি। আজ দুপুরে ঐ জমিতে বালু বরাট করতে গেলে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষরা আমার উপর হামলা করে। পরে আমার লোকজন আমাকে বাচাতে গিয়ে তাদেরকে প্রতিহত করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, শুনেছি বিরোধ পূর্ণ জমি দখল করতে গেলে নাকি হামলার ঘটনা ঘটিয়েছে। লিখিত কোন অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে সে যেই হোক।