নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক ও জালকুড়িতে নির্মানাধীন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি।
রবিবার ৫ ফেব্রুয়ারি সকালে তিনি এ পরিদর্শনে আসেন। এসময় তিনি বর্জ্যথেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রজেক্টের বিস্তারিত শুনেন।পরে তিনি সিদ্ধিরগঞ্জে নির্মানাধীন ডিএনডি লেক পরিদর্শন করেন এবং লেকের পাড়ে বৃক্ষরোপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাপান অ্যাম্বাসীর কর্মকর্তা, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহীদুল ইসলাম, নাসিকের নগর পরিকল্পনাবীদ মোহাম্মদ মইনুল ইসলাম , নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, মোহাম্মদ
জহিরুল হক ভূইয়া ও নাসিক ৭নং ওর্য়াড কাউন্সিলর মিজানুর রহমান খাঁন রিপন প্রমূখ।
জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স উদয়ন বিল্ডার্স প্রকল্পটি বাস্তবায়ন করছে।