নিউজ ব্যাংক ২৪. নেট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার ১১ তম কাউন্সিল কমিটি পরিচিতি সভা বুধবার ১১ অক্টোবর’২৩ সকাল ১১ টায় ২নং রেলগেটস্থ কার্যালয়ে জেলার সভাপতি মুন্নি সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রাতুল, অর্থ সম্পাদক নাছিমা আক্তার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও এই রাষ্ট্রের ঘোষিত অঙ্গীকার সরকার বাস্তবায়ন করতে পারেনি। সবার জন্য শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করার বদলে “টাকা যার শিক্ষা স্বাস্থ্য তার’ এই নীতিতে চলছে দেশ। শিক্ষার সংকট বহুগুন বেড়েছে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের দামসহ সকল নিত্যপন্যের দামই উর্ধ্বমূখী। এ যেন শিক্ষার্থীদের সাথে শাসকশ্রেনীর নির্মম পরিহাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে সন্ত্রাস ও দখলদারিত্ব। এই ক্রমবর্ধমান শিক্ষা ব্যয়ের ফলে সৃষ্ট আর্থিক সংকটে ঝরে পড়ছে দেশের বিশাল অংশের শিক্ষার্থী।
গত ৮ সেপ্টেম্বর স্যমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১১ তম নারায়ণগঞ্জ জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নির্বাচিত ৮ সদস্যের কমিটি পরিচয় করিয়ে দেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন।
কমিটি তালিকা :
আহ্বায়ক-সাইফুল ইসলাম, সদস্যসচিব-নাছিমা আক্তার, সদস্য- ১. জিহাদ হোসাইন, ২. তানজিলা আক্তার, ৩. নিশাত আহাম্মেদ, ৪. আবু বক্কর সিদ্দিক ইসলাম শ্রাবণ, ৫. রোকন মিয়া, ৬. উৎসব মিয়া।