8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / শ্রমিক হত্যার বিচারসহ ৩ দফা দাবীতে শ্রমিক জাগ্ররণ মঞ্চ’র আলোচনা সভা

শ্রমিক হত্যার বিচারসহ ৩ দফা দাবীতে শ্রমিক জাগ্ররণ মঞ্চ’র আলোচনা সভা

নিউজ ব্যাংক ২৪. নেট :  ‘শ্রমিক জাগরণ মঞ্চ’র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শ্রমিক হত্যার বিচার, নূন্যতম মজুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানান ‘শ্রমিক জাগরণ মঞ্চ’ কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক।

বুধবার ১ লা নভেম্বর বিকাল ৫ টা ‘শ্রমিক জাগরণ মঞ্চ’র চাষাড়াস্থ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এক জরুরী সভায় তিনি এ বিবৃত্বি প্রদাণ করেন।

আলোচনা সভায় তিনি বলেন, দেশে এখন মহাদূর্ভিক্ষ চলছে। শ্রমিকরা তার পরিশ্রমের ন্যায্য মজুরি পাচ্ছেনা। নূন্যতম মজুরির দাবীতে সকল শ্রমিকরা আন্দোলন করছে। পুলিশ গুলি করে শ্রমিক খুন করছে। আমরা শ্রমিক হত্যার দ্রুত বিচার চাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো উর্ধ্বমূখি বাড়ছে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন মানুষের উপকারে লাগছে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি ও তার জোট হরতাল অবরোধ দিচ্ছে আর সরকার প্রশাসন গুলি করে মানুষ খুন করছে। আমরা মানুষ খুন আর শ্রমিক হত্যার রাজনীতি চাই না। আমরা সংগাতহীন শান্তিপূণ্য রাজনীতি চাই। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর জন্যে সরকারের শীর্ষ চার মন্ত্রীর বরখাস্ত দাবী করেন। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জেসমিন আক্তার, পরিবহন শ্রমিক নেতা সবুজ শেখ, গার্মেন্টস শ্রমিক নেত্রী সাহানাজ, মোর্শেদ আলম, টিপু, নুর ইসলাম, খোরশেদ, রানা, নয়ন নদী জয়িতা, শিল্পী, নওরিন, বীনা, মেঘনা প্রমূখ।

আরও পড়ুন...

মহিলা পরিষদের কেন্দ্র পরিচালিত “জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট (১৪তম) কোর্স”- এর মাঠকর্ম অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে …