21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকা হতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী “মোঃ মুন্না” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার হয়েছে ।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ প্রেস বিজ্ঞপ্তিতে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রবিবার ১৯ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন নরসিংপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ মুন্না (১৯)’কে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গত ৭ জুলাই ২০২৩ ইং তারিখ সকাল অনুমান ৯ টা ৩০ মিনিট ঘটিকার সময় ৯ বছরের শিশু ভিকটিম আসামী মোঃ মুন্না’র বাড়িতে ফ্রিজ হতে মাংস আনতে গেলে আসামী শিশু ভিকটিমকে ঘর ঝাড়ু দিতে বলে। ভিকটিম ঘর ঝাড়ু দিতে থাকা অবস্থায় আসামী মোঃ মুন্না পিছন থেকে ৯ বছরের শিশু ভিকটিমের মুখ চেপে ধরে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে খাটের উপর শুয়ায়ে ভিকটিমের ইচ্ছা বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু ভিকটিমের মা আসামীর বাড়ি যেয়ে ভিকটিমকে ডাকা-ডাকি করলে আসামী ঘরের দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে শিশু ভিকটিমের ভাষ্যমতে গ্রেফতারকৃত আসামীর দ্বারা ধর্ষণের শিকার হলে শিশু ভিকটিমের বাবা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৭, তারিখ- ০৯/০৭/২০২৩ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩), এর ৯(১)।

অতঃপর র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ মুন্না (১৯), পিতা- মোঃ মনির, মাতা- মনিরা বেগম, স্থায়ী সাং-দৌলতপুর, থানা- চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ মুন্না (১৯)’কে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

বান্দরবানের দুর্গম এলাকা থেকে ড্রোন-সিগন্যাল জ্যামার উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকা দোপানিছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বিজিবি। …