10 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / লে-অফের নামে বন্ধ আদমজী ইপিজেড-এর ডিএনভি ক্লোথ গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লে-অফের নামে বন্ধ আদমজী ইপিজেড-এর ডিএনভি ক্লোথ গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : লে-অফের নামে বেআইনিভাবে বন্ধ আদমজী

ইপিজেড-এর ডিএনভি ক্লোথ গার্মেন্টস (অনন্ত গ্রুপ) চালুর দাবিতে শ্রমিকরা গত বৃহস্পতিবার ৫ই নভেম্বর দুপুর ১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে।

ডিএনভি ক্লোথ গার্মেন্টসের শ্রমিক মাহিনূর আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ,কারখানার শ্রমিক রিনা, চম্পা, নার্গিস।

নেতৃবৃন্দ বলেন, আদমজী ইপিজেড-এর ডিএনভি ক্লোথ গার্মেন্টস লে-অফের নামে বেআইনিভাবে বন্ধ ঘোষণা করেছে। করোনাকালে এভাবে লে-অফ করে কারখানার পাঁচ সহ¯্রাধিক শ্রমিককে চরম অনিশ্চয়তার ঠেলে দিয়েছে। শোনা যাচ্ছে কারখানার পুরনো শ্রমিকদের পাপ্য পাওনা থেকে বঞ্চিত করে ছাঁটাই করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে ডিএনভি ক্লোথ গার্মেন্টস চালু করে সকল শ্রমিককে চাকরিতে বহাল রাখার দাবি করেন।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …