9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / লোহার রোলারে ফেন্সিডিল পাচারকালে র‌্যাব-১১ কর্তৃক ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লোহার রোলারে ফেন্সিডিল পাচারকালে র‌্যাব-১১ কর্তৃক ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কর্তৃক অভিযানে অভিনব কৌশলে ৩৩৭ বোতল ফেন্সিডিল পাচারকালে ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ৪ মার্চ ২০২৪ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে লোহার তৈরি ৪ (চার)টি ছোট বড় রোলারের ভিতর রক্ষিত অভিনব কৌশলে ৩৩৭ বোতল ফেন্সিডিল পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ আঃ জলিল (৩৪), মোঃ মহিউদ্দিন সরদার, মাতা-মোসাঃ জোৎনা বেগম, সাং-
সাইখ্যা, পোঃ-গোসাইরহাট, থানা-গোসাইরহাট, জেলা-শরিয়তপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ’সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …