6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‍্যাব ১১ কর্তৃক না’গঞ্জে কুখ্যাত স্বপন ডাকাত বিদেশী পিস্তলসহ গ্রেফতার

র‍্যাব ১১ কর্তৃক না’গঞ্জে কুখ্যাত স্বপন ডাকাত বিদেশী পিস্তলসহ গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব-১১, সদর কোম্পানী আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল ৩ মে ২০২৩ তারিখ রাত ৩ টা ২০ মিনিট ঘটিকার সময় অভিযান করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন তালতলা সাকিনস্থ মদনপুর টু বন্দরগামী হাইওয়ে রোড সংলগ্ন পায়েল রোলিং মিলের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে বিদেশী পিস্তলসহ দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। শরাফাত আলী স্বপন (৪৫), পিতা-আলী ভান্ডারী, মাতা-জুলেখা বেগম, সাং-চাঁনপুর দক্ষিণপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন, ০২টি লোহার পাইপ, ০১টি ছোরা, ০১টি মোবাইল, ০১টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ডাকাত চক্রের সর্দার, সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত অটোরিক্সা ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে্। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …