নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম
হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ৭ আগস্ট ২০২২ তারিখে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা মোড় ঝংকার সিনেমা হল এর সামনে পাকা রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় ৬ জন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ বরকত (৩০), পিতা- মৃত ছাত্তার, ২। জুয়েল (২২), পিতা- সাহেব আলী, ৩। মোঃ আমির হোসেন (২২), পিতা- মৃত শরাফত আলী, সকলের সাং- আশমান্দিরচর, ৪। মোঃ পারভেজ (২৩), পিতা-ফজলুল হক, ৫। কামাল মিয়া (৩৫), পিতা-
মৃত ইদ্রিস মিয়া, উভয় সাং- ভাটপাড়া, ৬। আর্জু মিয়া (৩২), পিতা- ফজলুল হক, গ্রাম- নলুয়া সর্ব থানা- মাধবদী, জেলা-নরসিংদী। এসময় তাদের কাছ থেকে চাঁদা
আদায়ের নগদ ৬,২০০/-টাকা, ৬টি মোবাইল ও ১০টি সীমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের’কে আঘাত
এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁদা আদায়ের সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীদেরকে মাধবদী থানায় উপরোক্ত আলামতসহ নিয়মিত মামলার জন্য হস্তান্তর করা হয়েছে। মামলা নং-০৪, তারিখ- ০৭/০৮/২০২২, ধারা- দন্ডবিধি
৩৮৫/৩৮৬।