8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১ কর্তৃক নাটোর হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী ১ জন গ্রেফতার

র‌্যাব-১১ কর্তৃক নাটোর হতে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী ১ জন গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাব-১১,সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নবীনগর এলাকা হতে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার এবং তার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু প্রেস কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামী নাটোর জেলার সদর থানার মামলা নং-০৮/৬২১ তারিখ ০১/০৯/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারার এজাহারনামীয় পলাতক আসামী ও অপহরণ চক্রের মূলহোতা।

ভিকটিম নাটোর নব বিধান বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়াশুনা করেন। আসামী মোঃ নয়ন সরকার (২৩), পিতা মোঃ শহিদুল সরকার, সাং-কাজীপুরা উত্তর পাড়া, পোষ্ট: পেচরপাড়া, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ প্রায় সময় নাটোর শহরে আসিয়া ভিকটিমকে রাস্তা ঘাটে উত্যাক্ত করতঃ বিভিন্ন অশ্লীল কুপ্রস্তাব দেয়। এছাড়াা স্কুলে যাবার সময় রাস্তার মধ্যে ভিকটিমকে একা পেলেই গ্রেফতারকৃত আসামী নয়ন সরকার (২৩) তাকে ডিষ্টার্ব করে। এই ঘটনা ভিকটিম তার পিতাকে জানান। তিনি উক্ত আসামীকে নিষেধ করিলে আসামী ভিকটিমের বড় ধরনের ক্ষতি সাধনের হুমকি প্রদান করে। এমতাবস্থায় গত ২৯/০৮/২০১০ইং তারিখ বেলা আনুমান ৫টা ৫০ মিনিট ঘটিকার সময় ভিকটিম তার নিজ বাসা থেকে প্রাইভেট পাড়ার উদ্দেশ্যে বাহির হইয়া নাটোর ফায়ার সার্ভিস এর সামনে পৌঁছা মাত্রই আসামী নয়ন সরকার (২৩) সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় ও কুপরামর্শে সে ভিকটিমের মুখ জোর করে চেপে ধরে হত্যার হুমকি প্রদান করে সিএনজি গাড়ীতে করে জোর পূর্বক উঠাইয়া অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পরপর ভিকটিমের পিতা বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তার মেয়েকে না পেয়ে নাটোর জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে উক্ত আসামী আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল।

এই অপহরণের সাথে জড়িত অপহরণ চক্রের মূলহোতা পলাতক আসামীকে গ্রেফতারের ও ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর এর যৌথ চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপহরণ মামলার পলাতক অপহরণ চক্রের মূলহোতা মোঃ নয়ন সরকার (২৩), পিতা মোঃ শহিদুল সরকার, সাং-কাজীপুরা উত্তর পাড়া, পোষ্ট: পেচরপাড়া, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ০৪/০৯/২০২৩ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নবীনগর এলাকা হতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাহার হেফাজত হতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …