6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১ এর অভিযানে ২ জন সাইবার অপরাধী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে ২ জন সাইবার অপরাধী গ্রেফতার

 

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখ দিবাগত রাতে একটি বিশেষ অভিযানে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকা হতে সাইবার অপরাধী মোঃ আবিদ হাসান
(১৮), পিতা মোঃ আনোয়ার হোসেন, সাং-মুসলিমনগর, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা ও মোঃ আরমান শিকদার (১৯), পিতা- মোঃ বাবুল শিকদার, সাং- হাসাড়া (দক্ষিণ), থানা- শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জদ্বয়কে ভিকটিমের ব্যাক্তিগত ভিডিও সহ হাতে নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ১নং আসামী মোঃ আবিদ হাসান সুকৌশলে তার একজন নিকটাত্মীয়ের মোবাইল ফোন থেকে তার আত্মীয়ের ব্যক্তিগত ভিডিও ক্লিপ নিয়ে নেয় এবং তার বন্ধু গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ আরমান শিকদার এর সাহায্যে উক্ত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়-ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …