7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১ এর অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১ এর অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট :  র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে বন্দর থানার মদনপুর হতে ২৬ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু সাংবাদিকদের জানান, র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ রাত ১ টা ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ সাজু (২৬), পিতা- মোঃ রফিক, সাং- সিটি গেইট, বিশ্ব কলোনি কাচাবাজার, থানা- আকবর শাহ, জেলা- চট্টগ্রাম ২। মোঃ ইব্রাহীম (২৫), পিতা- মোহাম্মদ আলী, সাং- পাইনাদী নতুন মহল্লা থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ দিদার (২৩), পিতা- মোঃ ফারুক, সাং- চর লেংটা, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, ৪। মোঃ জিসান (১৯), পিতা- জামাল মাঝি, সাং- মধ্যম বাগ্যা, থানাঃ চর জব্বার, জেলা- নোয়াখালী’দেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে বলে জানায়।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১। মোঃ সাজু (২৬) ২। মোঃ ইব্রাহীম (২৫) ৩। মোঃ দিদার (২৩) ৪। মোঃ জিসান (১৯) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সাধারন পথচারীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় ও সরবরাহ করে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …