নিউজ ব্যাংক ২৪. নেট : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-১১,আদমজীনগর, নারায়ণগঞ্জ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গত ২৮ আগস্ট ২০২২ তারিখে রাজু নামক এক ব্যক্তি র্যাব-১১, নারায়ণগঞ্জ বরাবর একটি অভিযোগ করেন যে, গত ২৮ জুলাই ২০২২ তারিখে তার ভাতিজা ভিকটিম মোঃ আলী (৩৫) কে একটি প্রতারক চক্র কৌশলে অপহরণ করে নারায়াণগঞ্জের রূপগঞ্জ থানাধীন আউখাব এলাকায়
নিয়ে তাদের ভাড়া বাড়িতে আটকে রেখে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাৎক্ষনিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় এবং মোবাইল ফোনে বিকাশে মুক্তিপনের ১,০০,০০০/- টাকার মধ্যে ৫,০০০/- টাকা প্রদানের সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী ও ভিকটিমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া র্যাবের একটি আভিযানিক দল সোমবার ২৯ আগস্ট ২০২২ তারিখ রাত আনুমানিক ২ টা ৪৫ মিনিট ঘটিকার সময় সাক্ষীসহ ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন আউখাব শান্তিনগর সাকিনস্থ আসামী মোঃ মোমিনুল এর ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে ১। মোঃ মোমিনুল (২১) এবং ২। মোঃ আলামিন মিয়া (১৯) নামক দুই অপহরণকারীকে গ্রেফতার করে এবং ৩। মোঃ সাইফুল (৪০), পিতা- করিম কোম্পানী, সাং- নাসিমপুর, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ৪। মোঃ ইলিয়াস (২৭), পিতা- মোঃ রফজুদ্দিন মিয়া, ৫। ওমর সানি (২২), পিতা-মোঃ ওলু মিয়া, ৬। মোঃ পারভেজ হাসান (২০), পিতা- মোঃ আমজাদ মিয়া, সর্বসাং- আউখাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ৪ জন আসামী উক্ত স্থান থেকে পালিয়ে যায়।আভিযানিক দল উক্ত স্থানে আটক অবস্থায় ভিকটিম মোঃ আলী (৩৫) কে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ মোমিনুল (২১) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন আউখাব, শান্তিনগর, সোনাবো এলাকার মোঃ হারুন মিয়া এর ছেলে এবং অপর আসামী মোঃ আলামিন মিয়া (১৯) একই থানাধীন আউখাব এলাকার আঃ গনি মিয়া এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম মোঃ আলী (৩৫) একজন শ্রমিক। ভিগটিম এর চাচা মোঃ রাজু (৩০), পিতা-মজিবর, সাং- কুমারডগা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা ৩নং আসামী সাইফুলের কাছে পাওনা টাকা ৫০,০০০/- নিয়ে আসার জন্য গাউছিয়া সুপার মার্কেটের সামনে ভিকটিমকে পাঠায়। কিন্তু আসামী সাইফুল ভিকটিমকে তার বাসায় পাঠায়, যেখানে তার অন্যান্য সহপাঠীরা ভিকটিমকে নানা
নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে ১,০০,০০০/- টাকা মুক্তিপন চায়। ভিকটিমের চাচা মোঃ রাজু সব ঘটনা জানার পর সে মুক্তিপনের টাকা দিতে রাজি হয় ও বিকাশে ৫,০০০/- টাকা প্রেরণ করে এবং তারই সাথে র্যাব-১১ বরাবর একটি অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরধারীর মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ২৯ আগস্ট ২০২২ তারিখ নারায়াণগঞ্জের রূপগঞ্জ থানাধীন আউখাব এলাকায় অভিযান পরিচালনা কে ২টি ছুরি, ১টি পিতলের সিজার (কেচি), ১টি ছোট চাপাতি এবং মোবাইল ও বিকাশে ৫,০০০/- টাকসহ অপহরণকারীদ্বয়কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।