7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / র‌্যাব-১১ এর অভিযানে কিশোর গ্যাং ইভান গ্রুপের লীডার সহ ৬ জন আটক

র‌্যাব-১১ এর অভিযানে কিশোর গ্যাং ইভান গ্রুপের লীডার সহ ৬ জন আটক

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে কিশোর গ্যাং ইভান গ্রুপের লীডার ’মোঃ নাহিয়ান আজম ইভান (২৫)’ সহ মোট ৬ সদস্য আটক।


র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারীদল পরিকল্পিতভাবে গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর বাজার সংলগ্ন হাজী মিজান বিরিয়ানী হাউজ এর সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান করছে।

এরই সূত্র ধরে মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর বাজার এলাকা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং চক্রের লীডারসহ ৬ সদস্য ১। মোঃ নাহিয়ান আজম ইভান (২৫), পিতা- আজম বাবু, মাতা- রওশনারা লাকি, সাং- পূর্ব ইসদাইর, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ সালমান (১৮), পিতা- মোঃ ফজলু প্রধান, মাতা- রাহেমা বেগম, সাং- ভবানীপুর, দেওয়ান বাড়ি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, এ/পি- সাং- মিশন পাড়া জামে মসজিদের পাশে জনিদের বাড়ির ভাড়াটিয়া, থানা-সদর, জেলা- নারায়ণগঞ্জ, আইনের সংঘাতে জড়িত শিশু ৩। মোঃ জুম্মান (১৭), পিতা- মোঃ লতিফ, মাতা- মৃত রেশমা বেগম, সাং- পাঁচপীর এরশাদের মোড়, থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, এ/পি- সাং- মিশন পাড়া জামে মসজিদের পাশে দিদির বাড়ির ভাড়াটিয়া, থানা-সদর, জেলা- নারায়ণগঞ্জ, আইনের সংঘাতে জড়িত শিশু ৪। মোঃ রায়হান (১৬), পিতা মোঃ আওলাদ, মাতা- বিলকিস বেগম, সাং- সোনারগাঁও চরগোয়ালদী, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ,এ/পি- মিশন পাড়া রুবেলের বাড়ির ভাড়াটিয়া, থানা-সদর, জেলা- নারায়ণগঞ্জ, আইনের সংঘাতে জড়িত শিশু ৫। মোঃ মানিক বালা (১৬), পিতা- পিতর বালা, মাতা-ইভা বালা, সাং- বেদগ্রাম, পূর্ব মিয়াপাড়া, থানা- সদর, জেলা- গোপালগঞ্জ, এ/পি- আমলাপাড়া চৌরাস্তার মোড় থানা- সদর, জেলা-নারায়ণগঞ্জ এবং আইনের সংঘাতে জড়িত শিশু ৬। মোঃ শাহাদাত শেখ (১৫), পিতা-মোঃ মজিবর শেখ, মাতা-তানজিলা বেগম, সাং- ডোংশার, থানা- নৈরা, জেলা- শরীয়তপুর, এ/পি- মিশন পাড়া জামে মসজিদের পাশে হৃদয়ের বাড়ির ভাড়াটিয়া, থানা-সদর, জেলা- নারায়ণগঞ্জ’দের নিকট হতে ৩ টি সুইচ গিয়ার , ১ টি নাকোল ডাস্টার, ১ টি লোহার পাইপ ও ১ টি ছোরা উদ্ধারসহ ধৃত করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, কিশোর গ্যাং ইভান গ্রুপের লীডার ’মোঃ নাহিয়ান আজম ইভান (২৫) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। ধৃত আসামী কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …