7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / র‌্যাব-১১’র অভিযানে ১৪৪ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১’র অভিযানে ১৪৪ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গত বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৪৪ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপ ভ্যান জব্দ সহ আসামী ১। মোঃ জুম্মন (২৯), পিতা-মোঃ শাহজাহান, সাং-পশ্চিম জালুয়া পাড়া (কেরানী বাড়ীর পাশ্বের), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা এবং ২। মোঃ ইকবাল (৩৫), পিতা-হুমায়ুন, সাং-পশ্চিম জালুয়া পাড়া (কেরানী বাড়ীর পাশ্বে), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা ’দ্বয়কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন বন্ধু বাস কাউন্টারের সামনের এলাকা হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অত্যন্ত কৌশলী উপায়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক পরিবহন কাজে তারা আটককৃত পিক-আপ ভ্যানটি ব্যবহার করে থাকে। পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে মাদক পরিবহন করা তাদের মুল পেশা।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …