নিউজ ব্যাংক ২৪. নেট : বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডে সমন্বয়কারী ও হত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দিনকে কক্সবাজার কুতুপালং এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
রবিবার ১৫ অক্টোবর রাত সাড়ে ৮ টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সমিউদ্দিন।
তিনি আরো জানান, আরসা’র মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল প্রকাশ ওরফে সমিউদ্দন শতাধিক মামলার আসামি। মামলা গুলোর মধ্যে বেশিরভাগই হত্যাকাণ্ড।