9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / রাসূল (সাঃ) মানুষের জন্য আল্লাহর রহমত স্বরূপ প্রেরিত- আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ

রাসূল (সাঃ) মানুষের জন্য আল্লাহর রহমত স্বরূপ প্রেরিত- আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ

নিউজ ব্যাংক ২৪. নেট : ঐতিহ্যবাহী ৪৮ তম পবিত্র জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় বিপুল উৎসাহ উদ্দিপনার সাথে ধর্মপ্রাণ সুন্নী মুসলমানদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দরে উপজেলাধীন মদনগঞ্জ বটতলা থেকে শুরু হয়ে নবীগঞ্জ কদম রসূল (সাঃ) দরগাহ পর্যন্ত জশনে জুলুস মিছিল পালন করা হয়েছে।
উক্ত জুলুসে নেতৃত্বদান ও আখেরী মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি, ইমামে রাব্বানী দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীর সাহেব ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসূল (সাঃ) আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী মাঃজিঃআঃ হুজুর কেবলা।
সংক্ষিপ্ত বক্তব্যে আল্লামা সাইয়্যেদ বাহাদুর শাহ বলেন,  “আহলান সাহলান মাহে রবিউল আউয়াল”, মারহাবা মারহাবা ইয়া মোস্তফা (সাঃ)। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই কারন তিনি দয়া করে মায়া করে আমাদের আল্লাহর হাবিব হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নূরের নবী (সাঃ) এর আগমনে আমরা দুজাহানের মুসলমানরা ধন্য। তিনি মানুষের জন্য আল্লাহর রহমত স্বরূপ প্রেরিত রাসূল ছিলেন। যাকে আল্লাহ সৃষ্টি না করলে তথা পৃথিবী সৃষ্টিই করতেন না। তাই দয়ার নবী- মায়ার নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আগমনের খুশি উৎযাপন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরয।আর রহমতের নবীর আগমন উপলক্ষে প্রত্যেক সুন্নী মুসলমানের ঘরে ঘরে মিলাদ পড়ান, জুলুস মিছিল করে খুশি উৎযাপন করা অত্যাবশক। আমাদের রাজনীতি রাসূলে পাক (সাঃ)’র রেখে যাওয়া কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের মাধ্যমে সুন্নী মতার্দশভিত্তিক সমাজ ও রাষ্ট্র বাস্তবায়নের রাজনীতি।
জশনে জুলুস মিছিল শেষে ধর্মপ্রাণ সুন্নী মুসমানদের অংশগ্রহনে বন্দর নবীগঞ্জস্থ কদম রসূল (সাঃ) দরগাহ শরীফে গিয়ে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

না’গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে জগন্নাথ দেবের রথযত্রা উদযাপিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : সারা বিশ্বের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী …