7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা : গুলিবিদ্ধ ১, আটক ১১

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টা : গুলিবিদ্ধ ১, আটক ১১

নিউজ ব্যাংক ২৪. নেট : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি চেষ্টার ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৪ এপ্রিল সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদের আটক করে রামপাল থানা পুলিশ। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দলের অজ্ঞাতনামা এক সদস্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি সুপারভাইজার মো. আকরাম, নিরাপত্তাকর্মী সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশা।

তবে এ ঘটনাকে ডাকাতি হিসাবে দেখছে না পুলিশ। তারা বলছে, সঙ্ঘবদ্ধ একটি চোর চক্র দীর্ঘদিন ধরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লোহার মালামাল চুরি করে আসছে। এই চোর চক্রের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান। তিনি জানান, বুধবার রাত দশটার দিকে ৩০ থেকে ৪০ জনের অজ্ঞাতনামা একটি সঙ্ঘবদ্ধ চর চক্র মেটেরিয়াল ইয়ার্ডের ৩ নম্বর টাওয়ারের পাশ থেকে বিদ্যুৎকেন্দ্রে ঢোকে। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব সেনটি সিকিউরিটি সদস্যরা চোরদের দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। আনসার সদস্যরা এগিয়ে এলে তারা লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপরও হামলা চালায়। এ সময় চোরদের হাত থেকে বাঁচতে আনসার সদস্য কামাল পাশা ৩০ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে চোরেরা দৌড়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে কাশবন জঙ্গলে পালিয়ে যায়। পরে আহত নিরাপত্তা কর্মী ও আনসের সদস্যদের উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...

না’গঞ্জে স্ত্রী ও কন্যাকে হত্যার আসামী র‌্যাবের জালে পটুয়াখালীতে গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী এবং পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার চাঞ্চল্যকর …