7 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / রাফায় ইসরায়েলের পুরোদমে হামলা বিপর্যয়ের শামিল হবে- জাতিসংঘ প্রধান

রাফায় ইসরায়েলের পুরোদমে হামলা বিপর্যয়ের শামিল হবে- জাতিসংঘ প্রধান

নিউজ ব্যাংক ২৪. নেট : ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া ‘পুরো অঞ্চলে’ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘রাফায় পুরোদমে হামলা হবে একটি কৌশলগত ভুল।’ রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পরিণাম নিয়ে জাতিসংঘ মহাসচিব সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কথা বলেন।

আন্তোনিও গুতেরেস হুঁশিয়ার করে বলেন, রাফায় ইসরায়েলের অভিযানের ‘প্রতিক্রিয়া’ ও সেখানে ‘পুরোদমে হামলা’ ‘বিপর্যয়ের’ শামিল হবে। মহাসচিব বলেন, ‘আরো অসংখ্য বেসামরিক লোকজনের হতাহত হওয়ার ঘটনা ঘটবে। আরও অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে; যদিও যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই।’

গুতেরেস সেই ভিডিওতে ইসরায়েল-গাজা যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মে) সকালে  রাফাতে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল।যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং আহত হয় অনেকে।

ফিলিস্তিনের সরকারী বার্তা সংস্থা রাফাতে দুটি পৃথক হামলায় আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় ভোরের একটি ফেসবুক পোস্ট অনুসারে রাফার কুয়েত হাসপাতালে ১১ জন মৃত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে।

ক্রমবর্ধমান বিমান হামলার মধ্যে  ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার (৬ মে) হামাসের ওপর সামরিক চাপ প্রয়োগের জন্য রাফাতে অভিযান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে।  ইসরায়েলের হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে ১০ লাখের মতো ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাঁবু টানিয়ে গাদাগাদি করে অবস্থান করছেন তারা। শহরটির পূর্বাঞ্চল থেকে এক লাখ ফিলিস্তিনিকে খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার এক দিন পরই রাফায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রাণ বাঁচাতে বর্তমানে এখান থেকেও পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা।

আরও পড়ুন...

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত শতাধিক

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় এক অনুষ্ঠানে পদদলিত হয়ে …