নিউজব্যংক২৪ ডট নেট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নাসিক ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় নাসিক সদ্য সাবেক মেয়র আইভীকে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগিব হাসান ভূইয়া। মঙ্গলবার বিকেলে নগরীর পাইকপাড়া ভূইয়াপাড়া এলাকায় গেলে তখন তাকে ফুলের নৌকা দিয়ে বরণ করে নেন তিনি। এসময় জেলা জাগ্রত সংসদের সভাপতি রাগিব জানান, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী আইভীকে জয়ী করবো। প্রধানমন্ত্রী যে আশা নিয়ে আইভীকে নৌকা দিয়েছে আমরা তাকে জয়ী করে নেত্রীর সেই আশা পুরন করবো। সকল ধরনের ষড়যন্ত্র কে প্রতিরোধ করে আমরা আইভীকে জয়ী করে নেত্রীকে জয়ের মালা উপহার দিবো। তিনি যে পরিমাণ উন্নয়ন করেছে তার এই উন্নয়নের জন্য আমরা নৌকার প্রার্থী আইভীকে আবারও ভোট দিয়ে জয়ী করবো। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন ভূইয়া,মাহবুব হোসেন ভূইয়া,আব্দুল কাদের ভূইয়া, আহনাফ , মাহমুদুল হাসান ভুইয়া, সুদিপ্ত চক্রবর্তি , নুর আলম হৃদয়, মিশুক স আরো অনেকে উপস্থিত ছিলেন