নিউজ ব্যাংক ২৪. নেট : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি চা বাগনের লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) পরিদর্শনে গিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফসহ ৫ জনকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ রাখে বাগানবাসী।
বুধবার (২৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফ ও মাদকদ্রব্যের সহকারী প্রসিকিউটর এস এম সোয়েব রহমানের নেতৃত্বে ৫ জনের একটি টিম উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে পরিদর্শনে যান। এ সময় মদ্যপ কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করে উপপরিচালক। এতে উপস্থিত মদ্যপায়ী চা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মাদকদ্রব্যের ওই টিমকে একটি ঘরে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ রাখেন বলে জানা যায়।
- কুলাউড়া থানাপুলিশের একটি দল ৩ ঘণ্টা অবরুদ্ধের পর তাদের উদ্ধার করে
- অভিযোগ অস্বীকার করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান
স্থানীয় ও দোকানমালিক মিটুন কালোয়ারের দাবি, উপপরিচালক মিজানুর রহমান লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে দোকানমালিক মিটুনকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে দোকানমালিকের সঙ্গে কথা কাটাকাটি হলে তার উপর চড়াও হন মাদকদ্রব্যের ওই কর্মকর্তা। পরে রাত ১০টার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করে তাদেরকে উদ্ধার করে।
জানতে চাইলে বৃহস্পতিবার (৩০ মে) অভিযুক্ত মৌলবীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এ বিষয়ে বলেন, সন্ধ্যায় লংলা চা বাগানে গিয়ে মদ্যপ কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করায় শ্রমিকরা ক্ষিপ্ত হন। পরে তাদের কথামতো ছবি ও ভিডিও মোবাইল থেকে ডিলিট করা হয়। মিটুনের কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি বলেও তিনি জানান।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, ‘বিষয়টি শুনিনি। কুলাউড়ার ইউএনওকে বিষয়টি তদন্ত করতে বলেছি।’
বৃহস্পতিবার রাতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন এ বিষয়ে জানান, ডিসি স্যার মোবাইল ফোনে কল করার পরে তাৎক্ষনিক সেখানকার বাগান ম্যানেজারকে ফোন করেন তিনি। ম্যানেজার জানান, বিষয়টি কিছুই জানেন না তিনি। তারপরও তিনি খোঁজ নিচ্ছেন সড়জমিনে গিয়ে। তখন জানাতে পারবেন বলে জানান তিনি।