7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / মেয়র আইভী নৌকা মনোনয়ন পাওয়ায় রাগীব ভুইয়ার মিষ্টি বিতরন

মেয়র আইভী নৌকা মনোনয়ন পাওয়ায় রাগীব ভুইয়ার মিষ্টি বিতরন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪র্থ বারের মত (১ বার পৗরসভা ও ৩ বার সিটি কর্পরেশন) এর মেয়র পদে দলীয় নমিনেশন পাওয়ায় নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও জনগনের মধ্যে খুশির জোয়ার বইছে। রাত ৮ টার সময় খবর পাওয়া যায় ৩য় বারের মত আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছে।

সাথে সাথে জেলা  আওয়ামীলীগের কাযালয় থেকে একটি বিশাল মিছিল শহর পদক্ষিন করে। এ সময় ২ নং গেইট এলাকায় ঢাক ঢোল এবং ট্রাকে নৌকার গান বাজিয়ে নেতাকর্মীরা উল্লাস করে।

চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। এবং এলাকায় দোকান দার ও  পথচারিদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

রাগীব ভুইয়া জানান জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা নারায়ণগঞ্জ এর মানুষের মনের ভাব তিনি বুঝেন। কারন এই নারায়ণগঞ্জ এ আওয়ামীলীগের জন্ম। আর এই নারায়ণগঞ্জে কোন কাউয়া হাইব্রিড, নেশাখোর কে তিনি মনোনয়ন দিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মনে কষ্ট অবশ্যই দিবেন না সেটা তিনি প্রমান করে দিয়েছেন। 

আরও পড়ুন...

না’গঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি ও কাপড় জব্দ  

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৬ কোটি …