6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ভোট ডাকাতির ৪ বছরে না’গঞ্জে বাম জোটের কালো পতাকা মিছিল সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশের বাঁধা

ভোট ডাকাতির ৪ বছরে না’গঞ্জে বাম জোটের কালো পতাকা মিছিল সমাবেশে ব্যানার ব্যবহারে পুলিশের বাঁধা

নিউজ ব্যাংক ২৪. নেট : বর্তমান সরকারের ভোট ডাকাতির চার বছরে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখা শুক্রবার ৩০ ডিসেম্বর বিকাল ৪ টায় নারায়ণগঞ্জে কালো পতাকা মিছিল করে। মিছিলের পূর্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পুলিশ সদস্যরা ব্যানার ব্যবহারে বাঁধা দেয়। বাধার মুখে ব্যানার ছাড়াই সমাবেশ হলেও বাধা উপেক্ষা করে ব্যানার নিয়েই বামজোটের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করে।

বাম জোটের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মন্টু ঘোষ, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলার সদস্য দুলাল সাহা, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বেলায়েত হোসেন, সিপিবির নেতা আব্দুল হাই শরিফ।

নেতৃবৃন্দ বলেন, পুলিশ সদস্যরা ভোট ডাকাতির প্রতিবাদ জানানো ব্যানার সমাবেশে ব্যবহার করতে দেয়নি। সরকারের স্বৈরাচারী চেহারা আজ সমাবেশে ফুটে উঠেছে। আমরা পুলিশের এই ন্যক্কারজনক আচরণের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পুলিশ যে স্বৈরাচারের হাতিয়ার আজ তার দৃষ্টান্ত আবারও রাখলো।

নেতৃবৃন্দ আরও বলেন, বাম জোট আজ ৩০ ডিসেম্বর ২০১৮ সালের এই তারিখে রাতের বেলায় প্রশাসনের সহায়তায় ব্যালট বক্স পুরে আওয়ামী লীগ পুনর্বার ক্ষমতায় এসেছিল। এই নিশি ভোট পৃথিবীর কোন দেশে হওয়ার নজীর নেই। এর আগে ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা রক্ষা করেছিল। প্রতি বছর ৩০ ডিসেম্বর বাম জোট ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। যেহেতু বর্তমান সরকার জনগণের মেন্ডেটে ক্ষমতায় আসেনি, ফলে জনগণের উপর চরম ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। বিরোধী মত-পথকে দমন করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন জারি করেছে। গুম, খুন, হত্যা, দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। নিত্যপণ্য, জ্বালানী, গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ছে। মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে।

নেতৃবৃন্দ বলেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা আমাদের দেশের ৫০ বছরের ইতিহাস ঘাটলেই প্রমাণ পাওয়া যায়। ফলে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যেহেতু বর্তমান আওয়ামী সরকারের ভরাডুবি হবে; তাই ক্ষমতায় আসার জন্য ইভিএম কারচুপির পথ গ্রহণ করছে সরকার। যেহেতু প্রধান মন্ত্রী কৃচ্ছতা সাধনের কথা বলছে, সেখানে ৯ হাজার কোটি টাকার ইভিএম মেশিন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।

নেতৃবৃন্দ বর্তমান সরকারকে ক্ষমতাচ্যূত করে তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে
আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …