9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / ভবিষ্যতেও যেন আইনজীবীদের স্বার্থ ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রেখেই এবারের প্যানেল- এড. বাদল

ভবিষ্যতেও যেন আইনজীবীদের স্বার্থ ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রেখেই এবারের প্যানেল- এড. বাদল

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : আসন্ন ২৮শে জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে  নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আর এই নির্বাচন কে ঘিরে প্রচারনায় শেষ সময়ে ব্যাপক ব্যস্ত সময়  করছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতা কর্মীরা।

প্রচারণার অংশ হিসেবে রবিবার ২৪শে জানুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর এডভোকেট বৃন্দরা ব্যাপক নির্বাচনী প্রচারনা চালিয়েছে।

প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয় তখন পাকিস্তানিরা তাকে আত্মসমর্পণ করতে বলেছিলেন। বঙ্গবন্ধুকে যখন ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হয় তখন তিনি বলেছিলেন, আমাকে হত্যা করো তাতে আমার দুঃখ নেই কিন্তু আমার লাশটি বাংলাদেশে পাঠিয়ে দিও। সেসময় দেশের স্বার্থে তিনি মাথা নত করেন নি। ঠিক তেমনি নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির উন্নয়নের ব্যাপারেও কোন ছাড় দেয়া হবেনা। সকলের মতামতের ভিত্তিতে যে কমিটি নির্ধারন করা হয়েছে আপনারা সকল আইনজীবীরা তা পুরো প্যানেলকে জয়যুক্ত করুন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উন্নয়নের স্বার্থে বিগত কমিটি দিন রাত কাজ করে আজকের এই ডিজিটাল বার ভবন নির্মান করেছে। সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। ভবিষ্যতেও যেন আইনজীবীদের স্বার্থ ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রেখেই এবারের প্যানেল দেয়া হয়েছ। তাই আইনজীবীদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোহসীন-মাহাবুব প্যানেলকে জয়ী করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকন, সাবেক সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এড. মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে এড. রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, কার্যকরী সদস্য পদে এড. সিরাজুল হক মিলন, এড. শরীফুল ইসলাম, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার।

আরও পড়ুন...

গাজী আরও ৬দিনের রিমান্ডে

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ সরকারের সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের …