9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / ব্রিকসের সম্মেলনে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্রিকসের সম্মেলনে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ব্যাংক ২৪. নেট :  উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের সমন্বয়ে গঠিত জোট ব্রিকসের সম্মেলনে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা নিয়ে গঠিত ৫ দেশীয় এ জোটের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।

রবিবার ৯ জুলাই সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত জুন মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত আইএলও সম্মেলনে যোগদানকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে ব্রিকসের সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশসহ ৮টি দেশকে ওই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

সংসদীয় কমিটির বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান। তিনি বলেন, জেনেভা সফরের সময় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ব্রিকসের জোহানেসবার্গের সম্মেলনে আমন্ত্রণ করেছেন। ইতোমধ্যে আমরা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছি।  প্রধানমন্ত্রী যাবেন কী না তা এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।

তিনি জানান, ব্রিকস অবজারভার হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। আরো ৮টি দেশকেও তারা আমন্ত্রণ করেছে। সম্মেলনে ব্রিকসে জয়েন করার আমন্ত্রণ জানালে সরকার সিদ্ধান্ত নেবে। আমি মনে করি যোগ দেয়া উচিত। কারণ এটি দিন দিন বড় ও কার্যকর অর্থনৈতিক সংস্থা হয়ে উঠছে।

আরও পড়ুন...

নতুন করে আরও ৮ হাজার রোহিঙ্গা দেশে ঢুকেছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ব্যাংক ২৪. নেট : নতুন করে মিয়ানমার থেকে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ …