9 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / অর্থনীতি / ব্যাংক হচ্ছে টাকা জমা রাখার সবচেয়ে নিরাপদ জায়গা-শরীফ উদ্দিন সবুজ

ব্যাংক হচ্ছে টাকা জমা রাখার সবচেয়ে নিরাপদ জায়গা-শরীফ উদ্দিন সবুজ

নিউজ ব্যাংক ২৪. নেট :  সাংবাদিক, লেখক শরীফ উদ্দিন সবুজ বলেছেন, ব্যাংক হচ্ছে টাকা জমা রাখার সবচেয়ে নিরাপদ জায়গা। যারা ব্যাংকে টাকা জমা রাখলে উধাও হয়ে যাওয়ার প্রচারনা চালাচ্ছেন তারা মূলতঃ মানুষকে নিরাপত্তহীনতায় ফেলে
দিচ্ছেন। টাকা উঠিয়ে নিয়ে মানুষ বাসায় রাখলে তার সঞ্চয় অনেক বেশি নিরাপত্তাহীনতায় পড়ে যায়। স্বাধীনতার পর আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি বা কোনো ব্যাংকে টাকা রেখে কেউ পায়নি এমন ঘটনা ঘটেনি। প্রতিটি ব্যাংকে রাখা আমানতের বিপরীতে ব্যাংক কতৃপক্ষকে সিকিউরিটি জমা রাখতে হয়। টাকার ইন্সুরেন্স করা থাকে। ফলে ব্যাংকে রাখা আমানত উধাও হয়ে
যাবে- এ ধরনের প্রচারনা ভিত্তিহীন। তাই এ ধরনের প্রচারনায় কান না দিয়ে তিনি টাকা ব্যাংকেই টাকা জমা রাখার আহ্বান জানান।

গত সোমবার ২১ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের মধ্য নরসিংপুরে গ্লোবাল ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংক এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে রোকেয়া পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪, ৫, ৬ নং নারী কাউন্সিলর মনোয়ারা বেগম মনু, শ্রমিক লীগের জেলা শাখার মহিলা সম্পাদিকা নীলা আহমেদ, কাশিপুরের এজেন্ট ব্যাংকার ফাতেমা তুজ জোহরা দিশা, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা রহিমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধার কারনে মেয়েদের দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। রান্না করা, খাওয়া, সংসার করাতে মেয়েরা আর সীমাবদ্ধ নেই। তারা নানা ধরনের কাজ করছে। এই এজেন্ট ব্যাংক পরিচালনার দায়িত্ব একজন নারী নিয়েছে যেটি একটি বিশাল ব্যাপার।

আরও পড়ুন...

৮২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে সরকার- সিপিডি

নিউজ ব্যাংক ২৪. নেট : সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে সরকার …