নিউজ ব্যাংক ২৪. নেট : গ্যাস, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা দাবীতে নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশে বিশাল শোডাউন করেছে নারায়নগঞ্জ জেলা বিএনপি।
শনিবার ৪ ফেব্রুয়ারি দুপুর ২টায় জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে নটরডেম কলেজের সামনে থেকে একটি বিশাল শোডাউন এর আগে নয়াপল্টনে ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নটরডেম কলেজের সামনে সামনে জড়ো হয়। পরে দুপুর দুইটার দিকে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে অংশগ্রহণ করেন।
জেলা বিএনপির শোডাউনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান আঙুর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা কাউন্সিলর ইকবাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, জেলা জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুর নাহারসহ জেলার বিভিন্ন ইউনিটের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখন দিশেহারা তখন বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে। রাজপথে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। সারাদেশের মানুষ আজকে বুক বেধে আছে। এ সরকারে পতন ঘটিয়ে একমাত্রই বিএনপি এ দেশের মানুষের মুক্তি আনতে পারে ও অধিকার আদায় করতে পারে। সেজন্য আজকে জনগন বিএনপির কর্মসূচিতে অংশগ্রহন করছে। বিএনপি আন্দোলন ও সংগ্রামে যে পথ দেখাচ্ছে ইনশাল্লাহ এ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিজয় অর্জন করবে।