8 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর অপসারণসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নাঃগঞ্জে বাম জোটের সমাবেশ ও মিছিল

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর অপসারণসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নাঃগঞ্জে বাম জোটের সমাবেশ ও মিছিল

 

নিউজ ব্যাংক ২৪. নেট : বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর অপসারণ এবং সয়াবিন তেলসহ সকল নিত্যপণ্যেও দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার গত মঙ্গলবার ১৭ ই মে বিকাল ৫ টায় চাষাড়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বামজোটের জেলার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম, সিপিবি নেতা আব্দুল হাই শরীফ।

নেতৃবৃন্দ বলেন, সয়াবিনসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বেড়েই চলেছে। সাদারণ মানুষ ভীষণ সংকটে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিশেষ করে সয়াবিন তেলের তেলেসমাতি সবাইকে অবাক কওে দিয়েছে। এপ্রিলে ৮ কোটি টন আমদানি করা হয়েছিল। এর মধ্যে খরচ হয়েছে সাড়ে ৩ কোটি টন। পর্যাপ্ত তেল মজুদ থাকার পরও কেন তেলের দাম বাড়ানো হলো? এখন সরকারের অভিযানে গুদাম থেকে প্রচুর তেল বের হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলছে ব্যবসায়ীদেও বিশ্বাস  করে ভুল করেছি।অর্থাৎ অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের কেশাগ্রও স্পর্শ করতে পারছে না সরকার। এর মধ্যে আটা, ময়দা,
পিয়াজ, রসুন, আদার দামও বাড়ছে। ফলে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, করোনাকালীন পরিস্থিতিতে ৩ কোটি ৪২ লাখ মানুষ নতুন কওে দরিদ্র হয়েছে। বহু
মানুষ চাকরি হারিয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধিও কারণে ৪১% মানষি পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারছে না। খাবার কম খেতে হচ্ছে। টিসিবির তৎপরতাও অপর্যাপ্ত। এমতাবস্থায় গ্রাম ও শহরের দরিদ্র শ্রমজীবী মানুষদের জন্য প্রয়োজন রেশনিং চালু করা।নেতৃবৃন্দ বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বাণিজ্য মন্ত্রীকে দ্রুত অপসারণ করে নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।

আরও পড়ুন...

বৈষম্যমূলক শ্রম নীতি’র কারনে শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না- মুফতী মাসুম বিল্লাহ 

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি জননেতা মুফতী মুহাম্মদ মাসুম …