6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বাংলাদেশ মহিলা পরিষদ’র উদ্যোগে- সাংগঠনিক পক্ষ’২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ও আয়শা খানম পাঠাগার উদ্বোধন

বাংলাদেশ মহিলা পরিষদ’র উদ্যোগে- সাংগঠনিক পক্ষ’২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ও আয়শা খানম পাঠাগার উদ্বোধন

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রাদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা” এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ’২০২৩ এর সমাপনী অনুষ্ঠান করা হয়।

শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ মহিলা পরিষদ জেলা শাখার সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী।

অনুষ্ঠানে সাবেক সভাপতি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত হেনা দাস ও সাবেক সভাপতি নারী আন্দোলনের অগ্রসেনানী আয়শা খানম পাঠাগার উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন সর্বজন শ্রদ্ধেয় বোস কেবিনের প্রতিষ্ঠাতা ও জেলার সাবেক সদস্য গৌরী বসু ও জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী।

আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, বন্দর সহ-সভাপতি ডা: করিমুন নেছা, পরিচালনা করেন সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস।

কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার সদস্য শাশ্বতি পাল লাবনী ও তিথি সুবর্ণা, গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী নিয়োগী, সদস্য শাশ্বতি পাল লাবনী, পল্লবী প্রত্যাশা, দীপা রায়, তিথি সুর্বনা। পুষ্প অর্পন করেন জেলা সদস্য এড. জেসমিন আজিজা ও শহর সদস্য নীলা আহমেদ।

বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১৬ সেপ্টেম্বর থেকে অদ্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক পক্ষ’২৩ পালন করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা নানা কর্মসূচি পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, কর্মী সভা, আলোচনা সভা, প্রশিক্ষণ, মতবিনিময় সভা, পাড়া সম্মেলন, সফর ইত্যাদী কর্মসূচির রিপোর্ট পত্রিকায় প্রকাশ, আজকের সমাপনী অনুষ্ঠান। সকল কর্মী-সংগঠকদের আন্তরিক সহযোগিতা ও অংশ গ্রহণে সকল কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে। এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। এভাবেই প্রতিটি কাজে সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় জেলা ও পাড়ার অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …