7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বন্দর থেকে নিখোঁজ হওয়া দু’মাদ্রাসা ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার

বন্দর থেকে নিখোঁজ হওয়া দু’মাদ্রাসা ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের বন্দর থেকে একই দিনে মেহেদি হাসান (৯) ও মোঃ আলিফ (১০) নামে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্র অবশেষে উদ্ধার হয়েছে। গত ১১ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর একটি মহল্লা থেকে গোয়েন্দা পুলিশ তাদেরকে উদ্ধার করে।

দীর্ঘ ৪দিন পর শিশু ওই দুই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তাদের পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র মতে, পুরান চৌধুরী বাড়ী এলাকার বাহরাইন প্রবাসী সোহেল মোল্লার পুত্র মেহেদি হাসান এবং একই এলাকার রাজমিস্ত্রি আলাল মিয়ার ছেলে আলিফ গত ৭ নভেম্বর বেলা ২টায় স্থানীয় মদিনাতুল আবরাম হাবিবনগর মাদ্রাসা হতে নিখোঁজ হয়। এরা দু’জনই উক্ত মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র। এ ঘটনায় উভয়ের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় পৃথক পৃথক জিডি এন্ট্রি করেন। যার নং যথাক্রমে ৩৫৩ ও ৩৫৪।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …