নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব শাহেনশাহ আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ উপদেষ্টা হাবিবুর রহমান দুলালকে ফুলেল অভ্যর্থণা জানিয়েছে ২৪নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
গত শুক্রবার ১৬ জুন সন্ধায় নবীগঞ্জের কবিলের মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে গিয়ে ২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেনের নেতৃত্বে এ অভ্যর্থণা জানানো হয়।
অভ্যর্থণাকালে বন্দর থানা বিএনপি’র উপদেষ্টা হাবিবুর রহমান দুলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বরাবরই একটি সুশৃঙ্খল দল। যারা দেশের শান্তি চায় তারাই বিএনপি’র পতাকা তলে সমবেত হয়। আপনারা আপনাদের গুরু দায়িত্ব যথাযথভাবে পালণ করে যাবেন দল আপনাদেরকে মূল্যায়ন করবেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মোঃ রহমত,সহ-সাধারণ সম্পাদক মোঃ উজ্জল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সাউদ, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, মোঃ মুসা, আব্দুস সালাম, মিন্টু মিয়া, মোঃ সোহেল, মোঃ শাহ আলী, মোঃ রিপন, মোঃ আশা, মোঃ শান্ত, মাহাবুব হোসেন, মোঃ আসলাম, মিজানুর রহমান, মোঃ রনি, মোঃ খোকন প্রমুখ।