3 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বন্দরে শিল্পকলা একাডেমি’র বিজয় দিবস’র প্রস্তুতি সভা সোমবার

বন্দরে শিল্পকলা একাডেমি’র বিজয় দিবস’র প্রস্তুতি সভা সোমবার

নিউজ ব্যাংক ২৪. নেট : মহান বিজয় দিবস পালণ উপলক্ষ্যে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় বন্দর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র আহবায়ক তথা বন্দর উপজেলা নির্বাহী অফিসার বি.এম.কুদরত-এ-খুদা। সভার আলোচ্যসুচী: ১.যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালণ প্রসঙ্গে ২.প্রতিষ্ঠাতা সদস্য,নতুন রেজিষ্ট্রেশন ও প্রাথমিক তালিকাভুক্তদের  রেজিষ্টেশণ নিশ্চিতকরণ প্রসঙ্গে ৩.নির্বাচন প্রসঙ্গে ও ৪.বিবিধ।

উক্ত সভায় উল্লেখিত সদস্যগণকে নবায়ন ও রেজিষ্ট্রেশন ফিসহ যথাসময়ে সভায় উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন একাডেমির সদস্য সচিব মোঃ আবু জাফর জিপু।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …