6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড না’গঞ্জের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া 

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড না’গঞ্জের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া 

নিউজ ব্যাংক ২৪. নেট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড ও নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ড এর আয়োজনে গভীর শ্রদ্ধা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সোমবার ১৫ ই আগষ্ট বাদ আসর নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কমপ্লেক্স ভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ  মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
প্রধান  অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের মানুষের স্বাধীনতা রক্ষায় তিনি আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন। অথচ ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। আজকে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে চলেছেন। একসময় মুক্তিযোদ্ধারা খুবই সামান্য ভাতা পেত আর আজকে তিনি সেই ভাতা কত দ্বিগুন করেছেন তা আপনারাই বলতে পারবেন। যতদিন আমি এ জেলায় আছি যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আমি সবসময় থাকবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, শাহজাহান ভূইয়া জুলহাস সহ বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফকিরটোলা জামে মসজিদের ইমাম মনিরুল হক।

আরও পড়ুন...

‘ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা’

নিউজ ব্যাংক ২৪. নেট : ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে সীমান্তে হত্যা বড় বাধা বলে মন্তব্য করেছেন …