7 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসহায় ও নিন্ম শ্রেণীর মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসা সেবা কর্মসূচী পালন করা হয়েছে।

প্রতিধ্বনি ফাউন্ডেশন ও তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের যৌথ উদ্যোগে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাইনি, শিশু, নাক-কান ও গলা, চর্ম ও যৌন এবং মেডিসিন বিভাগের ডাক্তাররা প্রায় ১ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।

সফর আলী ভুইয়া ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিয়া আলী ভুইয়া এবং প্রতিধ্বনি ফাউন্ডেশনের ফাউন্ডার সানজিদা ভুইয়া হক। জাকিয়া আলী ভুইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আজ থেকে শুরু করলাম। প্রতিবছর আমরা এ সেবাধর্মী কাজ চালিয়ে যাবো। এছাড়া তৃতীয় লিঙ্গ, অসহায় ও গরীব শিশুদের শিক্ষা নিশ্চিত সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড আমরা চালিয়ে যাবো।

প্রতিধ্বনি ফাউন্ডেশনের ফাউন্ডার সানজিদা ভুইয়া হক বলেন, এর আগে আমরা বন্যার্তদের জন্য কাজ করেছি। অনলাইন কনসালটেশনের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছি। আগামীতে আমরা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এসব সেবামূলক কাজ করবো।

আরও পড়ুন...

না’গঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার …