নিউজ ব্যাংক ২৪. নেট : পাটুরিয়া ঘাটের পশ্চিমে ডুবে থাকা রজনীগন্ধা ইউটিলিটি ফেরি থেকে রুস্তম ও হামজা জাহাজের সাহায্যে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে আরও ১টি কাভার্ড ভ্যানসহ দুদিনে মোট তিনটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ অক্টোবর পাটুরিয়া ঘাটে ভিড়তে যাওয়ার সময় তলা ফুটো হয়ে ১৪টি ট্রাক ও অন্য যানবাহনসহ শাহ আমানত নামের রো-রো ফেরি ডুবে যায়। এ রুটের ফেরি তাৎক্ষণিক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য পাটুরিয়ায় সংস্থার নিজস্ব ভাসমান কারখানা রয়েছে। নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ড. এ কে এম মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, উদ্ধার জাহাজ রুস্তম ও হামজার ধারণক্ষমতা কম। ঘটনাস্থলে ৪০/৪৫ ফুট গভীরতা রয়েছে। নিমজ্জিত ফেরি টেনে তোলার জন্য কাউরাকান্দি শিমুলিয়া থেকে রওনা দেওয়া অপর উদ্ধার জাহাজ ‘প্রত্যয়’ আজ রাত ১০টা নাগাদ পৌঁছার কথা রয়েছে। স্রোত ও শীতের তীব্রতা উপেক্ষা করে উদ্ধার কাজ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।