8 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / ফতুল্লায় মেহেদী হত্যা মামলার পলাতক আসামী “সীমান্ত” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

ফতুল্লায় মেহেদী হত্যা মামলার পলাতক আসামী “সীমান্ত” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকা হতে মেহেদী হত্যা মামলার পলাতক আসামী “সীমান্ত” র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রবিবার ২০ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ পশ্চিম নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেহেদী হত্যা মামলার পলাতক আসামী সীমান্ত (২২) কে গ্রেফতার করে।

ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সীমান্ত ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিম মেহেদী (২২)’কে তার নিজ বাসা থেকে ডেকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে আসামীরা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে হত্যা করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে। অতঃপর গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামী সীমান্ত (২২), পিতা-রূপচান @ চুল্লা রূপচান মিয়া, মাতা- ময়না, সাং- দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, একই থানায় তার নামে আরো একটি হত্যার চেষ্টা ও চুরি সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী সীমান্ত (২২)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা ও কেক কেটে উৎযাপিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজয় পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা …