5 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ ৩ জন দগ্ধ

ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ ৩ জন দগ্ধ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

গত শনিবার ১৯ আগস্ট দিবাগত রাতে ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- সজিব (২৯), সবুজ (৩৫) ও এক নারী। তারা সবাই ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর বটতলা এলাকার মিজানুর রহমানের বাড়ির গ্যাস সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আহত হন সজিব, সবুজসহ অজ্ঞাত এক নারী। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দগ্ধ অবস্থায় ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, গ্যাসের সরবরাহ লাইনের রাইজার লিকেজ থেকে অগুনের সূত্রপাত।

আরও পড়ুন...

না’গঞ্জে ঝুটের গোডাউনে আগুন 

নিউজ ব্যাংক ২৪. নেট  : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে …