7 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / ফতুল্লার বিসিকে পোশাক কারখানায় আগুন- আহত ২০

ফতুল্লার বিসিকে পোশাক কারখানায় আগুন- আহত ২০

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার ২৪ জুলাই সকাল সাড়ে ১০ টার সময় ফতুল্লার বিসিকস্থ ফকির এ্যাপারেলস লিমিটেড নামে ঐ পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ সময় কারখানার ২০ জন কর্মী আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া  হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, বেলা আনুমানিক সাড়ে ১০ টার সময় আগুনের সূত্রপাত হয়ে ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাতের উৎস এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডে আহত হয়ে এ পর্যন্ত ২০ জন হাসপাতালে এসেছেন। তারা চিকিৎসাধীন রয়েছে ।

আরও পড়ুন...

না’গঞ্জে বিসিকে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী এলাকায় বিসিকের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …