6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / পিবিআই কর্তৃক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

পিবিআই কর্তৃক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিক্সা, ইজিবাইক চোর, ছিনতাইকারী, অপহরনকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের মূলহোতাসহ ৬ সদস্য গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় ২টি পিকআপ উদ্ধার ও ০৫ টি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম। গ্রেফতাররা হলেন- সোনারগাঁওয়ের আনন্দ বাজারের মৃত আব্দুল সিল্কিক ভান্ডারীর ছেলে কালাম ভান্ডারী (৩৫), কুমিল্লার তিতাসের নাগেরচরের বিপনের ছেলে মোঃ রায়হান। ৩০), কিশোরগঞ্জের যুগিরকান্দার মৃত কাজী মিয়ার ছেলে হাসান আহম্মেদ(৩২), সোনারগাঁওয়ের বারগাও এলাকার নৃত মোক্তার হোসেনের ছেলে মোঃ ফারুক (২৭), সোনারগাঁওয়ের কাঁচপুরের হিরন ভূইয়ার ছেলে মোঃ সুমন (৩০), ডেমরার মজি রহমানের ছেলে মনির হোসেন (২৭)। তাদেরকে ১৮ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও ঢাকার ডেমরার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।


মামলার বাদী তরিকুল ইসলাম গত ৯ মে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার ১ নং রোড এর মাখনা বাদীর চায়ের দোকানের সামনে তাহার একটি এক্স–২ টাটা কোম্পানির পিকআপ গাড়িটি (মেট্রো-ন-১৮-৩৫৯২) রেখে গেলে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় করা তার মামলাটি পিবিআইয়ে স্থানান্তরিত হয়। তথ্য প্রযুক্তি এবং সোর্সদের সহায়তায় ঘটনার সাথে সরাসরি জড়িত ৬ জন আসমিকে গ্রেফতার গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, আসামিরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিক্সা, ইজিবাইক চোর, ছিনতাইকারী, অপহরনকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের পেশাদার অপরাধী চক্র। উক্ত
চক্রের আসামিদের গ্রেফতার করার পর তাদের দেয়া তথ্যমতে চুরি হওয়া দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয় যার একটি যাত্রাবাড়ী এবং আরেকটি সিদ্ধিরগঞ্জ এলাকা হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে পিবিআইয়ের কাছে
স্বীকার করে যে, তারা প্রায় ৩ বছর যাবৎ অনুমানিক
১০০/১২০ এর বেশী ট্রাক, পিকআপ ভ্যান, ইজিবাইক এবং অটো রিক্সা ছিনতাই চুরি করেছে। তদন্তকালে পিবিআই ঢাকা, নারায়নগঞ্জসহ আশপাশের এলাকায় আরো ৫ টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে।

আরও পড়ুন...

সাংস্কৃতিক বিরোধ আমরা যদি মেটাতে না পারি তাহলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মিটবে না- উপদেষ্টা ফারুকী

নিউজ ব্যাংক ২৪. নেট : সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে আর দুই ভাগ করা যাবে না বলে …