নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার সাথে জড়িত দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্ৰেপ্তার ও বিচারের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
শুক্রবার ১৪ই আগষ্ট সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
শিখন সরকার শিপন বক্তব্যে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল চক্রবর্তীর জমি দখলের অপপ্রয়াস এবং সহোদর বাবুল চক্রবর্তীকে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সেইসাথে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি। পূজা পরিষদ সেক্রেটারী নির্মল চ্যাটার্জির ভাইয়ের উপর হামলা মানে বাংলাদেশের দেড় কোটি সনাতন ধর্মাবলম্বীর উপর হামলা।এই করোনা মহামারিকালে সারা দেশে নিরবে সাম্প্রদায়ীকতা মাথা চারা দিয়ে উঠছে। দেশের বিভিন্ন মন্দিরে একের পর হামলা হচ্ছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মন্দিরে পরপর তিনবার হামলা করা হয়েছে অথচ আমরা এর কোন সুবিচার পাইনি। একটি প্রতিক্রিয়াশীল চক্র শোকের মাস আগষ্ট এলেই তৎপর হয়ে উঠে। আমরা বঙ্গবন্ধু কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠ বিচার দাবীঅ করছি অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সভাপতির বক্তব্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার- এ মন্ত্রে দিক্ষিত হয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলে মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেছিলাম। তাই এদেশ আমাদের সকলের। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল চ্যাটার্জি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এবং বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন ব্যক্তিত্ব। তার মতো লোকের জমি দখলের জন্যে যদি বর্বরোচিত হামলার ঘটনা ঘটে, তাহলে সারা দেশের অসহায় হিন্দু সম্প্রদায়ের অবস্থা কি পরিমান নাজুক তা সহজেই অনুমেয়। আমাদের নারায়ণগঞ্জের আড়াইহাজারেও একটি মন্দিরে হামলা করা হয় এবং পরের দিন সেই মন্দিরেই আবারো হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের একটি মািন্দরেও হামলার ঘটনা ঘটেছে। ্রূপ সারা দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপিরন চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিািশ্চত করার দাবী জানাচ্ছি। সেই সাথে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পুজা পরিষদের সভাপতি অরুন কুমার দাস, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, মহানগর পুজা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম সাহা, ওরা ১১ জন ট্রিমের সভাপতি রিপন ভাওয়াল, জেলা পুজা পরিষদের নেতা সাংবাদিক উত্তম সাহা, বন্দর পুজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর ঐক্য পরিষদের নেতা কৃষ্ণ আচার্য্য, অরুন দেবনাথ, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক সুজন দাস, সিদ্ধিরগঞ্জ পুজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সহ সভাপতি দুলাল রায়, সাধারণ সম্পাদক খোকন বর্মন, সিদ্ধিরগঞ্জ ঐক্য পরিষদের সভাপতি কালীপদ মল্লিক, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন দাস, মহানগরের সভাপতি এড. অঞ্জন দাস, সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ, বন্দরের সাধারণ সম্পাদক জিতু দাস, জেলা ঐক্য পরিষদের নেতা শিবু দাস, পিন্টু রায়, রিচার্ড জন সরকার, সুমন সাহা, রাজীব দাস, সঞ্জয় দাসসহ নেতৃবৃন্দ।