6 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করবো- সিরাজ মন্ডল

নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করবো- সিরাজ মন্ডল

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল গণসংযোগ ও প্রচারণা কালে ভোটারদের কাছে প্রতিশ্রুতিমূলক বক্তব্যে বলেন, নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রতিহত করবো।
বৃহস্পতিবার  ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ৬নং ওয়ার্ডস্থ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে মত বিনিময়ে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, আমার এলাকায় কিছু চিহ্নিত জুট সন্ত্রাসী, চাঁদাবাজ ভূমিদস্যু রয়েছে। যাদের ভয়ে সাধারণ জণসাধারণ আজ আতঙ্কগ্রস্ত। আর দুনিয়ায় বেশিদিন সন্ত্রাসীর রাজত্ব থাকে না। আমি যদি সন্ত্রাস কিংবা চাঁদাবাজ হই আপনারা আমাকে ভোট দিবেন না। আজ আমি মা বোনদের ও বড় ভাইদের এবং আমাদের সকল মুরুব্বিদের বলে যেতে চাই, আপনারা সকলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করুন। আমি আপনাদের পাশে থাকবো। আমি সকল এলাকাবাসীকে নিয়ে ভোটের মাধ্যমে এ সন্ত্রাসীদের মোকাবেলা করবো।
সিরাজ মন্ডল আরও বলেন, আপনারা যেকোনো সময়, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন। আমি সর্বদাই আপনাদের পাশে আছি। আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই নির্বাচনে বিজয়ী হয়ে আগামীতে এই ৬নং ওয়ার্ডে আপনাদের নিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারি।

আরও পড়ুন...

ত্বকী, শাওন ও স্বজন’র মত নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার করতে হবে- আবদুল মোনায়েম মুন্না

নিউজ ব্যাংক ২৪. নেট : “নারায়ণগঞ্জে গত সাড়ে পনেরো বছরে যত হত্যাকাণ্ড এবং অন্যায় হয়েছে, প্রত্যেকটি …